চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি এলাকায় পদ্মানদী থেকে একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০২ অক্টোবর) দুপুরে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীতে একটি কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ৬ বছর হবে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে শিশুটি পানিতে ডুবে মারা যায়। মরদেহ পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনটি