ফেনী: মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়নে নুরুল আমিন (৫৫) নামে স’মিলের দায়িত্বরত এক নৈশপ্রহরীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার (১ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের বড় কমলদহ এলাকায় ছোটন চৌধুরীর স’মিলে এ ঘটনা ঘটে।
নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় কমলদহ এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার রাতে ওই স’মিল থেকে পানির মোটর, ৩টি ট্রান্সফরমার চুরি করার সময় নুরুল আমিন বাঁধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা আমিনের হাত-পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এলাকায় আমিনের সঙ্গে কারও ঝামেলা বা শত্রুতা নেই। ধারণা করা হচ্ছে চোরদের চিনতে পারায় তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এসএইচডি/জেডএ