ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
সোনাইমুড়ীতে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম উদ্বোধন

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় গান্ধী আশ্রম ট্রাস্টের ক্যাম্পাসে ফিতা কেটে মিউজিয়ামের উদ্বোধন করেন প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,-পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য মিজ অরোমা দত্ত, জাতিসংঘের অন্তর্বতীকালীন প্রতিনিধি তৌমু পউতি আইনেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম।  

এরআগে, মহত্বা গান্ধীর প্রতিকৃতিতে অতিথিরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং শান্তি বইতে স্বাক্ষর করেন।

জানা যায়, ভারত ভাগের এক বছর আগে হিন্দু-মুসলমানে সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে ১৯৪৬ সালের ১০ নভেম্বর চৌমুহনীতে আসেন করমচাঁদ মহাত্মা গান্ধী। সেখানকার যোগেন্দ্র মজুমদারের বাড়িতে দুই রাত কাটিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তার শান্তির লক্ষ্যে পদযাত্রা শুরু করেন। পরের দিনগুলোতে তিনি খালি পায়ে ১১৬ মাইল হেঁটে প্রায় ৪৭ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন।

সোনাইমুড়ীর জয়াগের তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ নিজ জমিদারির সব সম্পত্তি মানুষের কল্যাণে ব্যবহারের জন্য গান্ধীকে দিয়ে দেন। এরপর জমিদার বাড়িতে গড়ে ওঠে গান্ধী শান্তি ক্যাম্প।  

বাড়ির পাশে একটি কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন গান্ধী। যা পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে জাতীয়করণ করা হয়। যেখানে কর্মমুখী শিক্ষার পাশাপাশি গান্ধীর সাতটি অহিংস নীতি-নীতিহীন রাজনীতি, নৈতিকতাহীন বাণিজ্য, পরিশ্রমহীন সম্পদ, চরিত্রহীন শিক্ষা, মানবতাহীন বিজ্ঞান, বিবেকবর্জিত আনন্দ ও ত্যাগহীন অর্চনা জীবন দর্শন সম্পর্কে আগামী প্রজন্মদের শিক্ষা দেওয়া হচ্ছে। তারাও জানতে পারছে মহাত্মা গান্ধী সম্পর্কে।

১৯৭৫ সালে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ‘গান্ধী আশ্রম ট্রাস্ট’ অর্ডিন্যান্স গঠনের মধ্যদিয়ে মানুষের মধ্যে গান্ধীর জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ও বিভিন্ন সেবামূলক কাজ শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।