ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘আ. লীগের আমলে বেশি উন্নয়ন হয়’

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
‘আ. লীগের আমলে বেশি উন্নয়ন হয়’

ফরিদপুর: আওয়ামী লীগের আমলে দেশে বেশি উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।

শনিবার (০২ অক্টোবর) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রহমান বলেন, ‘শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। আওয়ামী লীগের আমলে দেশে বেশি উন্নয়ন হয়। তার মধ্যে ফরিদপুর-১ আসনের রেলপথ পুনঃচালু ও মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দৃশ্যমান। ’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান। সুখে-দুঃখে, বিপদে-আপদে সব সময় আপনাদের পাশে পাবেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আগামী দুর্গাপূজাও সুশৃঙ্খলভাবে উদযাপন করা হবে। ধর্ম যার যার, উৎসব সবার। ’

মধুখালী ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি কাজল বসুর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক রেজাউল হক বকু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি বাবু অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল, জেলা ছাত্রলীগ সভাপতি মজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।