ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি দেখতে শ্যামনগরে ৫ এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি দেখতে শ্যামনগরে ৫ এমপি

সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দুর্যোগপ্রবণ সাতক্ষীরার শ্যামনগর পরিদর্শন করেছেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্যরা।  

শনিবার (২ অক্টোবর) ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার সুন্দরবন সংলগ্ন গোলাখালী গ্রাম পরিদর্শনে যান।

 

এসময় তারা গোলাখালী গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের এই প্রতিনিধি দলে আরও ছিলেন- ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সংসদ সদস্য রূমানা আলি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় আরও উপস্থিত ছিলেন- শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) শহিদুজ্জামান, রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন প্রমুখ।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দুর্যোগ প্রবণ এলাকা সরেজমিনে ঘুরে এসে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এক মতবিনিময় সভায় মিলিত হন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্যরা।

সভায় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এর সভাপতিত্বে প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও মতবিনিময় করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।