ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

তিন বান্ধবী নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
তিন বান্ধবী নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ঢাকা: কলেজ পড়ুয়া তিন বান্ধবীর বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়ার ঘটনায় পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাত ৯টায় ৪ জনকে আসামি করে মামলাটি করা হয়।

নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- মো.তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ(২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া (১৮), শরফুদ্দিন আহম্মেদ আয়ন (১৮)। মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ বান্ধবীকে ৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।  

মামলার  তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় পল্লবী থানায় শনিবার রাত ৯টার দিকে মামলা হয়েছে। আসামি ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল জানিয়েছেন, ওই ৩ বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন। তিন কলেজপড়ুয়াকে উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন ছাত্রী নিজ নিজ বাসা থেকে বের হন। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যান।  

এ ঘটনায় ওই তিন ছাত্রীর একজনের মা শুক্রবার (০১ অক্টোবর) পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন।  

আরও পড়ুন- টাকা, গহনা, সার্টিফিকেট নিয়ে ৩ বান্ধবী উধাও 

                  নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি ৩ বান্ধবীর 

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএমআই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।