ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ভবনে উঠতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
টঙ্গীতে ভবনে উঠতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পাঁচতলা ভবন বেয়ে উপরে উঠতে গিয়ে নিচে পড়ে এনামুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর শফিউদ্দিন রোডে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল বরিশালের গৌরনদী থানার তরকিরচর এলাকার মৃত মমিন উদ্দিন বেপারির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর শফিউদ্দিন রোডে একটি ৫তলা বাড়ির বাইরের দিকে বেয়ে উপরে উঠছিলেন এনামুল। একপর্যায়ে ওই বাড়ির ভাড়াটিয়া বিষয়টি দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করেন। এ সময় এনামুল ভবনের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় এনামুলের মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।