গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পাঁচতলা ভবন বেয়ে উপরে উঠতে গিয়ে নিচে পড়ে এনামুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর শফিউদ্দিন রোডে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর শফিউদ্দিন রোডে একটি ৫তলা বাড়ির বাইরের দিকে বেয়ে উপরে উঠছিলেন এনামুল। একপর্যায়ে ওই বাড়ির ভাড়াটিয়া বিষয়টি দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করেন। এ সময় এনামুল ভবনের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় এনামুলের মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরএস/এএটি