ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন ম্যাপ

হবিগঞ্জ: বাড়ির উঠানের মালিকানা নিয়ে দ্বন্দ্বে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভাতিজার ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে চাচা সাহাব উদ্দিন খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলার যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের ইরফান উল্লার ছেলে।

জানা গেছে, বাড়ির উঠানের মালিকানা নিয়ে সাহাব উদ্দিনের সঙ্গে তার আপন ভাতিজা আনোয়ার মিয়ার দ্বন্দ্ব চলছিল। রোববার (৩ অক্টোবর) আনোয়ার উঠান ঝাড়ু দিতে গেলে বাঁধা দেন সাহাব। এরই জের ধরে সোমবার সকালে দুই পরিবারে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে ফিকল (দেশীয় অস্ত্র) দিয়ে চাচা সাহাবকে আঘাত করেন ভাতিজা আনোয়ার। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ারকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।