ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

বিষয়টি ইউএনও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিরামপুর ইউএনও পরিমল কুমার সরকারের মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র। বিষয়টি নজরে আসার পর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে এ বিষয়ে সর্তক থাকতে বলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর ইউএনও পরিমল কুমার সরকার বাংলানিউজকে বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোনো প্রকার লেনদেন না করতে সবাইকে অনুরোধ করেছি। কেউ উপজেলার নামে চাঁদা চাইলে দ্রুত প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।