দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।
বিষয়টি ইউএনও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিরামপুর ইউএনও পরিমল কুমার সরকারের মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র। বিষয়টি নজরে আসার পর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে এ বিষয়ে সর্তক থাকতে বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর ইউএনও পরিমল কুমার সরকার বাংলানিউজকে বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোনো প্রকার লেনদেন না করতে সবাইকে অনুরোধ করেছি। কেউ উপজেলার নামে চাঁদা চাইলে দ্রুত প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এনএসআর