ঢাকা: ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ রুমা আক্তার (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দিনগত রাতে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক রুমা দীর্ঘদিন ধরে হেরোইন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে এনে সাভার, আশুলিয়াসহ আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
পিএম/এমআরএ