ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী হাবিবুর রহমান (৫৮)।
বুধবার (৬ সেপ্টেম্বর) ওই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক ভাবে তারা সুখী ছিল না। প্রতিদিনই ঘরে ঝগড়া লেগে থাকতো। বুধবার ভোরে রোকসানা ঘুমিয়েছিলেন। সে সময় স্বামী হাবিবুর একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকসানার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, থানায় এসে হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
জেডএ