বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইমুনা নামে দেড় বছরের কন্যাশিশু মারা গেছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
মাইমুনা উত্তর তক্তাবুনিয়া গ্রামের মামুন হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাইমুনা পরিবারের সবার অজান্তে ঘরের পিছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিমাদ্রী রায় বাংলানিউজকে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনএইচআর