ঢাকা: রাজধানীর ফকিরাপুলে তেলাপোকা মারার বিষ খেয়ে অসুস্থ ইসমাইল (২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (৬ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিকেল ৩টার দিকে মৃত্যু হয় তার।
ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, এদিন বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল এলাকার কোমর উদ্দিন লেনের ৭৯/ডি নম্বর ভাড়া বাড়িতে তেলাপোকা মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে মীম ও তার ছোট ভাই ইসমাইল।
তারা জুবায়ের হোসেন ও পরীবানু দম্পতির সন্তান। ৩ ছেলে ও ১ মেয়েসহ বাড়িটির সাততলায় ভাড়া থাকেন তারা। জুবায়ের একটি বাসার কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। আর পরীবানু গৃহিণী।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মা পরীবানু বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) বড় ছেলে স্থানীয় একটি দোকান থেকে তেলাপোকা তাড়ানোর ওষুধ কিনে এনেছিল। ওষুধটি খাবার রাখার র্যাকের ওপর রেখেছিল। সকালে তাদের বাবা কাজে চলে যায়। আর মা পানি আনতে যান। তখন ৪ ভাই-বোনই বাসায় খেলছিল। এ সময় তেলাপোকা তাড়ানোর ওষধু বের করে খাবার মনে করে খেয়ে ফেলে মীম ও ইসমাইল। তখন তারা অসুস্থ হয়ে পড়লে অন্য বড় দুই ভাই বাবা-মাকে খবর দেয়। তখন তারা বাসায় গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে তাদের দুইজনকেই ‘স্টমাক ওয়াশ’ করানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এজেডএস/এএটি