ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

অপসারণ হয় না নাসিকের ময়লা, দূষিত হচ্ছে শীতলক্ষ্যার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
অপসারণ হয় না নাসিকের ময়লা, দূষিত হচ্ছে শীতলক্ষ্যার পানি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পাঁচ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজারের রাস্তা যেনো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। জমে থাকা এ ময়লা আবর্জনা বৃষ্টিতে পানিতে মিশে পড়ছে শীতলক্ষ্যা নদীতে।

এতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি।

বুধবার (৬ অক্টোবর) অভিযোগ করে এ কথাগুলো বলেন স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম তনয়।

তিনি বলেন, দূষণের কারণে শীতলক্ষ্যা এমনিতেই মৃতপ্রায়। সরকার, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডিব্লিউটিএ) নানা চেষ্টা অব্যাহত রেখেছেন নদী দূষণ থেকে শীতলক্ষ্যাকে বাঁচাতে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, কল কারখানা অধিদপ্তরও চেষ্টা করছে যেন শিল্প কারখানার বর্জ্য শীতলক্ষ্যায় ফেলা না হয়। তবুও নদীর পাড়ের রাস্তায় ফেলা হচ্ছে ময়লা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজারের রাস্তা থেকে কুতুবপুর ঘাট হয়ে আশপাশের আরও কয়েকটি এলাকার শত শত মানুষের যাতায়াতের জন্য এ রাস্তা তাদের একমাত্র পথ। এছাড়া ব্যবসায়ীদের যাবতীয় মালামাল আনা-নেয়া করা হয় এ পথেই। অথচ এ ঘাটের পাশে ফেলে রাখা হয় ময়লা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত হলেও নাসিকের পরিচ্ছন্ন কর্মীরা এখানে ময়লা অপসারণ করেন না। একাধিকবার স্থানীয় কাউন্সিলকে বিষয়টি অবহিত করেও কোন সুরাহা হয়নি বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রফিকুল হায়দার জানান, প্রতিদিন ময়লা দেখতে দেখতে এখন নাভিশ্বাস উঠে গেছে। এতে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ, তেমন নষ্ট হচ্ছে পরিবেশ। এছাড়া, দূষিত হচ্ছে নদীর পানি। ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার জন্য মেয়র ও স্থানীয় কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। যদিও আগে অনেকবার দৃষ্টি আকর্ষণ করেও আমরা কোন ফল পাইনি। পেয়েছি শুধু আশ্বাস।

রোজিনা বেগম নামে এক গার্মেন্টস কর্মী জানান, অফিস শেষ করে বাড়ি যাওয়ার সময় নৌকায় যাত্রী পূর্ণ হওয়ার অপেক্ষায় বসে থাকি কিন্তু ময়লার দুর্গন্ধের কারণে বসে থাকাটা অনেক কষ্টকর।

খেয়াঘাটের মাঝি ফারুক মিয়া জানান, শীতলক্ষ্যা আর আগের মতো নাই। ময়লার দুর্গন্ধে বাজে অবস্থায় এখন।  দুর্গন্ধের কারনে আমরা মাঝিরা প্রায় অসুস্থ হয়ে পড়ছি। আর এখন যে অবস্থা নৌকা চালানো ছেড়ে দিতে হবে।

স্থানীয় কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল জানান, এ ওয়ার্ডে ময়লা অপসারণের জন্য কোন ডাম্পিং নেই। ময়লা অপসারণ করে সরানোর মত কোন জায়গাও নেই। বিষয়টি মেয়রকে জানানো হয়েছে। তিনি দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, সকালে অভিযান চালানো হলে রাতে বাজারের লোকজন ময়লা ফেলে রাখে। এখানে অস্থায়ী বাজার অপসারণ করে তিন তলা বাজার করা হবে। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।