ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
সৈয়দপুরে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রচারণা

নীলফামারী: চলন্ত ট্রেনে পাথর ছোড়া একটি অপরাধ। পাথরের আঘাতে কারও মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

খেলার ছলেও ট্রেনে পাথর ছোড়া উচিত নয়। এতে অনেকের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত সচেতনতামূলক ক্যাম্পেইন বক্তারা এসব কথা বলেন। এ সময় গত ১৪ আগস্ট চলন্ত ট্রেনে পাথর ছোড়ায় স্টেশনে পাঁচ বছরের শিশু আজমির ইসলামের চোখ হারানোর বিষয়টি উল্লেখ করেন তারা।

এদিন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত-ই খুদা ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। পরে স্টেশন এলাকায় রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রচারপত্র বিলি করেন।

উল্লেখ্য, চলতি মাসে চলন্ত ট্রেনে বেশি পাথর ছোড়া হয়—এমন ২০টি স্থান চিহ্নিত করেছে রেলওয়ে। এসব স্থানে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তবে রেলওয়ে আইনের ১২৭ ধারা অনুযায়ী, ট্রেনে পাথর ছোড়ার অপরাধে জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের বিধান থাকলেও এ পর্যন্ত যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের প্রায় সবাই শিশু, টোকাই, ভবঘুরে অথবা অপ্রকৃতিস্থ। এ জন্য সচেতনতায় জোর দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।