ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। সে দেশের বিচার বিভাগ কোনো পক্ষপাতিত্ব করে না।
বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
সৌদি আরবে মাদক পাওয়ার অপরাধে একজন প্রবাসী বাংলাদেশির বিশ বছর জেল হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, সৌদি আরবের আইন খুবই কড়া। সেখানের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। সে দেশের বিচার বিভাগ কোনো পক্ষপাতিত্ব করে না। কারো কাছে মাদক পেলে শাস্তি তাকে পেতেই হবে।
তিনি বলেন, এই প্রবাসী বাংলাদেশির ভাগ্য ভালো, তার বিশ বছর জেল হয়েছে। আগে এমন অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমি সৌদি আরবে ৫ বছর ছিলাম। মাদক বহনের অপরাধে বহু পাকিস্তানি মহিলার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে দেশে।
ড. মোমেন জানান, সৌদি প্রবাসীর পরিবার থেকে কোনো তথ্য উপাত্ত যদি সৌদি সরকারের কাছে দিতে হয়, আমরা সে দেশের সরকারের কাছে সেটা পৌঁছে দেব।
উল্লেখ্য, সৌদিতে ইয়াবা পাচারের অভিযোগে প্রবাসী বাংলাদেশি আবুল বাশারকে ৫ অক্টোবর ২০ বছর জেল দিয়েছে দেশটির আদালত।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
টিআর