ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রামপুরায় তরুণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
রামপুরায় তরুণীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে ইসরাত জাহান কুমকুম (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তওফিকা ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসরাতের বাবার নাম হুমায়ুন কবির। পরিবারের সঙ্গে রামপুরা তিতাস রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

পরিবারের বরাত দিয়ে এসআই তওফিকা ইয়াসমিন বলেন, বুধবার রাতে পরিবারের সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন ইসরাত। পরে পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিচে নামায় তাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, কী কারণে ইসরাত আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।