গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মনির ( ১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭অক্টোবর) সকালে দুই নম্বর গাজীপুর ইউনিয়নের শৈলাট- জৈনা বাজার রোডে গোতার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন উপজেলার নয়াপাড়া গ্রামের মো. আশাদুলের ছেলে। মনির নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাজার ব্যাবসায়ীরা জানায়, সকালে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মনির। সামনে গোতার বাজারের একটি দোকান চেয়ারে বসে বিস্কুট খাচ্ছিল সে। এমন সময় বেপরোয়া গতির একটি অটোরিকশা শিক্ষার্থী মনির হোসেনের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নয়াপাড়া গ্রামের মো. আসাদুলের ছেলে মনির হোসেন আমাদের বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র। সে খুব ভালো ছাত্র ছিল। আমরা অটোরিকশা চালকের বিচার দাবি করছি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বলেন, এ ঘটনায় ঘাতক সিএনজি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এনএইচআর