ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী এলাকায় আহত রিয়াজকে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছিল ডাকাতরা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আহত রিয়াজের ভাতিজা মো. রফিকুল ইসলাম।
রফিকুল বলেন, আমার চাচা রিয়াজ একজন অটোরিকশা চালক। বুধবার রাতে ডাকাতরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চেষ্টা করছিল। তবে বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। এ কারণে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে, বুধবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে ভালুকা উপজেলার সীমান্তবর্তী কাওরাইত-জয়না বাজার সড়কের খন্নারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তখন রাস্তার পাশে গলাকাটা অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন আহত রিয়াজ উদ্দিন (৪৫)। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে মৃত্যু যন্ত্রণায় কাতর এ যুবককে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। তবে ঘটনাটি নিজেদের মধ্যে না থাকলেও শুধুমাত্র মানবিক তাড়নায় লোমহর্ষক এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় ভালুকা মডেল থানা পুলিশ। তখন রিয়াজের আর্তনাদ দেখে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় তারা। বিষয়টি পুলিশের মানবিক কর্মকাণ্ডের একটি জ্বলন্ত দৃষ্টান্ত বলে মনে করছেন সচেতন মহল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, আহত রিয়াজ উদ্দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. কাদির মিয়ার ছেলে। বুধবার রাতে ডিউটি করার সময় ভালুকা-শ্রীপুর সীমান্তের শ্রীপুর এলাকায় এক যুবক রাস্তার পাশে পড়ে ছটফট করছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এনটি