ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল-স্টেশনে জাহানারা বেগম (৪০) নামে এক নারীকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর পোনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনে করে জাহানারা বিমানবন্দর রেল স্টেশন নামেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, জাহানারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পশ্চিম পাড়া এলাকায়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এজেডএস/এমএমজেড