ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে তাওহীদ (০৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর জেলা যুবলীগের সদস্য বাগুয়ান গ্রামের বাসিন্দা মো. দাউদুজ্জামান জানান, খেলতে খেলতে তাওহিদ বাড়ির পিছনে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুরে পানির মধ্য থেকে শিশুকে উদ্ধার করে দুপুর ১টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমির হামজা বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এনটি