ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

টিকা নিয়েও করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী ইন্দিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
টিকা নিয়েও করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী ইন্দিরা

ঢাকা: দুই ডোজ টিকা নেওয়া পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর করোনার টেস্ট করান প্রতিমন্ত্রী।

পরে ১ অক্টোবর করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ আসে।  

তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানা গেছে।  

বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে তার শারিরিক জটিলতা নেই। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৭,২০২১
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।