ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চুরির অপবাদে কিশোরীকে বেঁধে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
চুরির অপবাদে কিশোরীকে বেঁধে মারধর

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে।  

সেই মারধরের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে গাছে রশি দিয়ে বেঁধে মারধর করেন। এ সময় বেলি বেগম বলেন, ওই কিশোরী তার বাড়ি থেকে ২০০ টাকা চুরি করেছে। তবে ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির কথা অস্বীকার করে এবং কাঁদতে থাকে।

মারধরের ওই ঘটনা ভিডিও করে শনিবার রাতে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি।

এ বিষয়ে মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখনও সেখানে যেতে পারিনি।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি শোনার পর তিনি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘন্টা, অক্টোবর ১০, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।