ময়মনসিংহ: ময়মনসিংহে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে বিল্লাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম বাংলানিউজকে জানান, বিল্লাল ভোরে মোটরসাইকেলে করে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তাতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরএ