ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় মোটরসাইকেলে আগুন, নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ট্রাকচাপায় মোটরসাইকেলে আগুন, নিহত এক

ময়মনসিংহ: ময়মনসিংহে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে বিল্লাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (১০ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ময়মনসিংহের গৌরীপুর থানার মহিসারং এলাকার মৃত ইমান আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম বাংলানিউজকে জানান, বিল্লাল ভোরে মোটরসাইকেলে করে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তাতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।