ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।  

রোববার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে মিরপুর-১২-এর ধ-ব্লকের ১ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হুমায়ুন কবির সাগর (২৪), সোহাগ মিয়া (২৬), মোছা. শারমিন আক্তার (২১) ও মোছা. মৌসুমি আক্তার মৌ (২৬)।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টায় মিরপুর ১২ নম্বর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি পারভেজ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমএমআই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।