ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেরামতের সময় ট্রাকচাপায় কিশোর শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
মেরামতের সময় ট্রাকচাপায় কিশোর শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদরে মেরামত করার সময় ট্রাকচাপায় মারুফ (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।  

সোমবার (১১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারুফ সদর উপজেলার কল্যাণপুর এলাকার দেলোয়ার ড্রাইভারের ছেলে। তার মামা আব্দুর রহিম ও বড় ভাই পারভেজ জানান, সোমবার সকালে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামত করছিল মারুফ। এসময় অন্য একটি ট্রাকের ধাক্কায় নষ্ট ট্রাকটি চলতে শুরু করে। এসময় ওই নষ্ট ট্রাকটি মারুফকে সামনের একটি দেয়ালের সঙ্গে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।