পিরোজপুর: নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
তিনি বলেন, নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে "মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ: তারুণ্যের ভাবনায় মিট দ্যা মিনিস্টার, শ. ম. রেজাউল করিম, মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়" - শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পিরোজপুরসহ দেশের সব পর্যায়ের উন্নয়নে সরকার কাজ করছে। দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করছে সরকার। কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হলে বেকারত্বের হার কমবে। দক্ষ মানবসম্পদ না হলে দেশের উন্নয়ন সম্ভব না। যা বিনির্মাণে সরকার কাজ করছে ২০০৮ সাল থেকে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলীসহ অনেকে।
সংলাপ শেষে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সনদপত্র ও কলম বিতরণ করা হয়।
এর আগে সকালে সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৫০ জনের মধ্যে ঢেউটিন ও ৫০ জনের মধ্যে চেক এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ১৮ জন খামারির মধ্যে মিল্ক সেপারেটর মেশিন বিতরণ করেন মন্ত্রী।
এ ছাড়া একই দিন বিকেলে মন্ত্রী উপজেলার বিভিন্ন মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেন এবং মন্দিরের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআই