রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁন্দের গাড়ি (জিপ) উল্টে ১৩ পর্যটক আহত হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সাজেক ইউনিয়নের ডাব আদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ১৩ পর্যটকের একটি দল চাঁন্দের গাড়ি (চট্টগ্রাম- খ- ৫৫৩৩) করে সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে যাত্রা করে। পথে হাউজপাড়া ডাব আদাম এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে গাড়িতে থাকা ১৩ জন পর্যটক আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী খাগড়াছড়ি দীঘিনালা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
আরএ