ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যাডমিন্টন খেলতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
ব্যাডমিন্টন খেলতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু   অপু ও শাকিল

ব‌রিশাল: ব্যাডমিন্টন খেলার মাঠের বাল্বে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে দুই বন্ধুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।  

সোমবার (১১ অক্টোবর) রাত ৮টার দি‌কে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরএকক‌রিয়া ইউনিয়নের উত্তর দাদপুর চর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

 

মৃতরা হলেন- দেলোয়ার মীরের ছেলে অপু মৃধা (২৫) ও মাজেদ মাঝির ছেলে শা‌কিল মা‌ঝি (২২)। তারা একই এলাকার বা‌সিন্দা।  

উত্তর চর গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার শহিদুল ইসলাম বলেন, অপু ও শাকিল রাত আনুমানিক ৮টার সময় বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।  
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামান্না খানম তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।  

মে‌হে‌ন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে ময়নাতদন্ত হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।

‌বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।