মেহেরপুর: স্ত্রীর কাছে নেশা করার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জিনারুল ইসলাম নামে মাদকাসক্ত এক যুবক।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জিনারুলের স্ত্রী নুরজাহান বলেন, আমার স্বামী মাদকাসক্ত। নেশা করার টাকা না দিলে প্রায় আমার সঙ্গে ঝগড়াঝাটি করত। আজ সকালে আমার কাছে সে নেশা করার জন্য টাকা চায়লে আমি দিতে পারিনি। পরে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড়ের কাছে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ