ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোর গ্যাংয়ের হামলায় আহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
কিশোর গ্যাংয়ের হামলায় আহত এক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ধারণ করে এক প্রত্যক্ষদর্শী। ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা একটি কিশোরকে ৫-৬ জন এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারছে। এরমধ্যে একজনের হাতে থাকা প্লাস্টিকের জিআই পাইপ দিয়েও তাকে মারতে দেখা যায়। আহত ওই কিশোরের নাক মুখে জখম হয়। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আহত কিশোরসহ তার বন্ধুরাও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিক মারামারির ঘটনা থেকে ভেসে আসা কথা সূত্র প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর বিরোধ ছিলো তাদের। তবে শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এ ঘটনায় সড়কের পাশে থাকা এক ক্রেতার মোটরসাইকেলের গ্লাস ও পাশের একটি দোকানের বসার টুল ভেঙে গেছে।

আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।  

এদিকে গত শনিবার (৯ অক্টোবর) বিকেলেও শহরের দক্ষিণ তেমুহনীতেও কিশোর গ্যাংয়ের একটি হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে আসায় ওইদিন হামলাকারীরা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে জানার পরে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।