ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ঝালকাঠিতে ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

ঝালকাঠি: ঝালকাঠির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান।  

সোমবার (১১ অক্টোবর) রাতে ঝালকাঠি শহরের বাগানবাড়ি, মদন মোহন আখড়া বাড়ি ও কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা,  জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকারসহ হিন্দু ধর্মীয় নেতার উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সবাই মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।