ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নবাবী রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ময়মনসিংহে নবাবী রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে নবাবী রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমাণ আদালত। নোংরা পরিবেশ, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাদ্যসামগ্রী রাখাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।

সোমবার (১১ অক্টোবর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

এরশাদুল আহমেদ জানান, গোপন তথ্যে ভিত্তিতে নগরীর নতুনবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ এবং মানবদেহের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক মিশ্রিত জর্দার রং, সয়া সস, ভিনেগার, টেস্টিং সল্ট পাওয়া যায় নবাবী রেস্টুরেন্টে। সেইসঙ্গে ব্যবহার অযোগ্য মষলা সংরক্ষণ, ফ্রিজে সংরক্ষিত কাঁচা মাংস ও মাছের সঙ্গে রান্না করা খাদ্যসামগ্রী রাখা, নোংরা পরিবেশে রুটি বানানোর উপাদান সামগ্রী রাখার অপরাধে রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

অভিযানে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।