সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ডাকঘর এলাকায় ট্রাকচাপায় তোফায়েল আহমদ (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত তোফায়েল ওই উপজেলার উত্তর কলাবড়ি গ্রামের মৃত তয়বুর রহমানের ছেলে। তিনি এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাককে ওভারটেক (অতিক্রম) করতে গিয়ে তোফায়েল দুর্ঘটনাকবলিত হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
ওসি কে এম নজরুল ইসলাম জানান, সোমবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পাড়ুয়া ডাকঘর এলাকায় ওভারটেক (অতিক্রম) করার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তোফায়েলের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনইউ/এসআরএস