ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
শিবালয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর এলাকায় গণপিটুনিতে আতোয়ার রহমান (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ডাকাতের হামলায় আহত হয়েছেন নারীসহ তিনজন।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।  

আতোয়ার রহমান জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন- বকচর গ্রামের অটল চক্রবর্তী, তার স্ত্রী শ্রিপ্রা চক্রবর্তী এবং অটল চক্রবর্তীর মা গীতা রানী চক্রবর্তী।  

সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে বকচর গ্রামের অটল চক্রবর্তীর বাড়িতে একদল ডাকাত দল হানা দেয়। এসময় ওই বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এতে ডাকাতরা ওই বাড়ির নারীসহ তিনজনকে মারধর করে লুট করা মালামাল নিয়ে পালাতে চেষ্টা করে। মালামাল নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে এক ডাকাত সদস্য নিহত ও অপরজন আহত হয়।  

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, এ ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।