ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস গ্রেফতার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস গ্রেফতার! এ.এইচ.এম ফুয়াদ

ফরিদপুর: দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভূক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ.এইচ.এম ফুয়াদকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

ফুয়াদ ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার অন্যতম প্রধান আসামি। তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভেতর মানি লন্ডারিং ও সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বাংলানিউজকে বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।

তিনি বলেন, এ ব্যাপারে আজ (বুধবার) দুপুরে জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। সেখানে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।