ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা, মেয়ে আহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা, মেয়ে আহত ছবি: সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ সময় গুরুতর আহত হয়েছে তার শিশুটি।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রেললাইনের কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মা-মেয়ের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ জানান, শ্রীপুর স্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই নারী। এতে তিনি মারা গেলেও কোলে থাকা সন্তান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাহমুদা জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।