ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন নতুন কারা মহাপরিদর্শক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
দায়িত্ব নিলেন নতুন কারা মহাপরিদর্শক

ঢাকা: নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক দায়িত্ব নিয়েছেন।  

সঠিকভাবে দায়িত্ব পালন যেন করতে পারেন, এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: নতুন কারা মহাপরিদর্শক আনিসুল হক

১২ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলানিউজকে তিনি বলেন, আপনারা দোয়া করবেন, যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।  

তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

একটি সূত্র জানায়, গত ১২ অক্টোবর তিনি দায়িত্ব নেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে কারা মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

আর কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এজেডএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।