ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হিজলায় ১০ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
হিজলায় ১০ ডাকাত আটক

বরিশাল: বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে এ খবর নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ওই ১০ ডাকাতকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, রাতে কোস্ট গার্ডের হিজলা স্টেশন ও উপজেলা মৎস্য কর্মকর্তারা মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায়। অভিযান শেষে টহল দল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে হিজলার উদ্দেশে যাচ্ছিল। এ সময় কোস্ট গার্ডের টহল দল ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, চারটি দেশীয় রামদা, দুটি দেশীয় দা, সাতটি মোবাইল ফোন ও একটি টর্চলাইট জব্দ করে। পরে আটকদের জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।