বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের বাসিন্দা ও ট্যাক্সি চালক ফাইজুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মৃধা।
সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠী সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বি কে স্কুলের প্রধান শিক্ষক আদম আলী হাওলাদার, নিহত চালক ফাইজুল হকের বাবা আক্কাস আলী, স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম, মঞ্জুর আলম, রফিকুল ইসলাম, আনিচুর রহমান, মো. শহিদ বেপারী প্রমুখ।
সমাবেশে বক্তারা চালক ফাইজুল হক হত্যার ঘটনায় গ্রেফতার ছিনতাইকারী চক্রের সদস্যদের ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, ফাইজুল হক উজিরপুর উপজেলার বরাকোঠা বি কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঝালকাঠী সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী। গত ২ অক্টোবর রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যান ট্যাক্সিচালক ফাইজুল। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মতলব এলাকায় পৌঁছালে চালক ফাইজুলকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায় যাত্রী ভেসে গাড়িতে থাকা ছিনতাইকারী চক্র। এ ঘটনায় দাউদকান্দি থানায় নিহত ফাইজুলের পরিবার হত্যা মামলা দায়ের করে। পরে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএস/আরআইএস