ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

৩৮তম বিসিএস: সুপারিশপ্রাপ্ত ২৭৭ জনকে কারিগরিতে নিয়োগ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, অক্টোবর ১৪, ২০২১
৩৮তম বিসিএস: সুপারিশপ্রাপ্ত ২৭৭ জনকে কারিগরিতে নিয়োগ 

ঢাকা: ৩৮তম বিসিএস থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটগুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

এতে বলা হয়, ৩৮তম বিসিএসের লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

এছাড়াও ইতিপূর্বে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।