ঢাকা: রাজধানীর সায়েদাবাদ রেলগেট সংলগ্ন পার্ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, শনিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে ডিএমপির ওয়ারী থানার সদস্যরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে ছিলো শর্ট কামিজ ও প্লাজু। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে সায়দাবাদ রেললাইনের পশ্চিম পাশে ওয়ান্ডার ল্যান্ড পার্কের ভেতর থেকে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি জানান, অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। পার্কের ভেতরেই থাকতেন। মানুষের দেওয়া খাবার খেতেন। ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৬,২০২১
এজেডএস/এমএমজেড