ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাসচাপায় শাফিয়া বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ এদুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বীরপাশা এলাকায় পথচারী শাফিয়া বেগম রাস্তা পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ইউনিক বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমাড় ঘোষ বাংলানিউজকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনটি