ঢাকা: ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন।
এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দু’টি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রকাশিত একটি ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে- ‘রাসেল আছে বাংলাদেশের হৃদয়খানি জুড়ে, রাসেল আছে বুকের মাঝে যায়নি মোটেও দূরে। ’
এই ই-পোস্টার দু’টি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসকে/এনএসআর