সিলেট: ডাউকি নদীতে পাথর উত্তোলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের সীমন্তবর্তী গোয়াইনঘাটের জাফলংয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮/১০ জন আহত হন।
রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জাফলং সেতু সংলগ্ন জাফলং চা বাগান এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিম উদ্দিনের মুক্তির দাবিতে তার গ্রুপের লোকজন রোববার জাফলং সেতু এলাকায় মানববন্ধন করেন। পূর্ব বিরোধ থাকায় মানববন্ধনে বক্তারা প্রতিপক্ষ গ্রুপের ফয়জুলের নামে অশালীন মন্তব্য এবং স্লোগান দেন।
এ ঘটনায় উভয়ের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮/১০ জন আহত হন।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে আলিম উদ্দিন গ্রুপের লোকজন ফয়জুল গ্রুপের লোকজনের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
গোয়ানাইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনইউ/এমজেএফ