নিউইয়র্কে ম্যানহাটনের সারা দ্য রুজভেল্ট পার্কে রেস্টুরেন্টের খাদ্য ডেলিভারির কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বাংলাদেশি সালা মিয়া ওরফে সালাহউদ্দিন বাবলু (৫১)। এসময় ছিনতাইকারী বাবলু ইলেকট্রিক বাইক নিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে টহল পুলিশ এসে সালা মিয়াকে বেলভ্যু হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাবলুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে।
আশপাশের সিসিটিভি পরীক্ষার পর রোববার নিউইয়র্কের পুলিশ গণমাধ্যমকে জানায়, শনিবার ভোর রাতের দিকে কাজ শেষে সালা মিয়া ওই পার্কের একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন। একই বেঞ্চে বসা যুবকটি একপর্যায়ে সালার বাইক নিয়ে চম্পট দিতে চাইলে সালা প্রাণপণ চেষ্টা করেন ছিনতাইকারীকে দমনে। ধ্বস্তাধস্তি এবং কিল-ঘুষির একপর্যায়ে নিরস্ত্র সালার মুখে এবং বুকে উপর্যুপরি ছুরিকাঘাতে ধরাশায়ী হয়ে পড়েন সালা। সে সুযোগেই বাইক নিয়ে চম্পট দেয় দুর্বৃত্ত।
নিউইয়র্কস্থ নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মাণিক রোববার রাতে জানান, সালা ওরফে সালাহউদ্দিন বাবলু বছরখানেক আগে ব্রুকলিন থেকে ম্যানহাটনে বসতি গড়েছিলেন পরিচিত আরও ৪ জনের সঙ্গে। সেখানে ফেরার সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআইএস