ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমআই/এসআইএস