ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর পল্টন ও কমলাপুরে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই জন হলেন রেখা (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫)।

সোমবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম

তিনি জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের গেট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে ভোর সাড়ে ৪টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে। শুধু নিজের নাম বলতে পেরেছিল। কিন্তু ঠিকানা বলতে পারেনি। ধারণা করা হচ্ছে গর্ভপাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন ঢাকা রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ের পুরাতন মসজিদের পাশে ফুটপাতে মৃত অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। তার নাম পরিচয় জানা যায়নি।

মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।