ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর-ফেনীসহ ৭ এসপিকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
রংপুর-ফেনীসহ ৭ এসপিকে বদলি

ঢাকা: রংপুর ও ফেনী জেলার পুলিশ সুপারসহ (এসপি) একই পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলার এসপি, ফেনীর এসপি খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের এআইজি, পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর ডিসি সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি ও পুলিশ অধিদপ্তরের এআইজি মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।