ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগ অবরোধে বিভিন্ন সড়কে যানজট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
শাহবাগ অবরোধে বিভিন্ন সড়কে যানজট শাহবাগ মোড়ে যানজট । ছবি: ডি এইচ বাদল

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে মন্দির-পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে অনেক বেশি। দেখা দিয়েছে গণপরিবহনেরও সংকট।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমবেত হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

অবরোধের কারণে পুরান ঢাকাসহ পল্টন, মতিঝিল, জিরো পয়েন্ট, মৎস্য ভবন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পল্টন, জিরো পয়েন্ট এলাকার সড়কে যানবাহনগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসব এলাকায় গণপরিবহনেরও সংকট দেখা গেছে। বাধ্য হয়ে অনেকেই রিকশায় গন্তব্যে যাচ্ছেন।  

আরও পড়ুন>>

>>> মন্দির-মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।